আমাদের সম্মানিত ব্র্যান্ড-অ্যাম্বাসেডর

মাহেরুল আজম কোরেশী

মাহেরুল আজম কোরেশী

ব্র্যান্ড-অ্যাম্বাসেডর

মাহেরুল আজম কোরেশি NAF Tech এ সিস্টেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার (আইওটি)। NAF Tech এ যোগদানের আগে তিনি Computer Services Ltd-এ জুনিয়র ইঞ্জিনিয়ার (IoT) ছিলেন। তিনি তার B.Sc. ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি। গত কয়েক বছরে একজন আইওটি ইঞ্জিনিয়ার হিসেবে, মাহেরুল বেশ কিছু আইওটি ডিভাইস ডিজাইন ও ডেভেলপ করেছেন। একজন প্রযুক্তি উত্সাহী হিসাবে, তিনি নতুন এবং উদীয়মান প্রযুক্তিতে আগ্রহী।

আমাদের টিম

রেদওয়ান ফেরদৌস

রেদওয়ান ফেরদৌস

কান্ট্রি ম্যানেজার

রেদওয়ান ফেরদৌস পেশায় একজন প্রজেক্ট ম্যানেজার এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বাংলাদেশে গত ১ যুগ ধরে তিনি প্রাতিষ্ঠানিক রোবটিক্স প্রজেক্ট এবং এম্বেডেড সিস্টেম ডেভেলপার এবং ট্রেইনার হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশে International Robot Olympiad-Bangladesh এবং World Robot Olympiad-Bangladesh এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। কর্মজীবনে তিনি ওয়ালটন, পাই ল্যাবস, আমরা গ্রুপ এবং ল্যাবএইড গ্রুপের ম্যানেজমেন্ট লেভেলে কাজ করেছেন।

ফজলে এলাহী তন্ময়

ফজলে এলাহী তন্ময়

চিফ মার্কেটিং অফিসার

ফজলে এলাহী তন্ময় পেশায় একজন প্রজেক্ট ডেভেলপার, ট্রেইনার এবং ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার। বিগত অর্ধযুগ ধরে সে সারাদেশজুড়ে অনুষ্ঠিত হওয়া রোবটিক কন্টেস্টে ১৯টি জাতীয় পর্যায়ের পুরষ্কার এবং একটি আন্তর্জাতিক পর্যায়ে পুরষ্কার লাভ করেছেন। বর্তমানে শিশু-কিশোরদের রোবটিক্স শিক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি Bangladesh Robot Olympiad এ একাডেমিক ইন্সট্রাক্টর ছিলেন। বর্তমানে World Robot Olympiad Bangladesh এ মূল টিমে যুক্ত আছেন। এছাড়াও ড্রোনবিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করে থাকেন।

মাহামুদুল ইসলাম (আফ্রিদি)

মাহামুদুল ইসলাম (আফ্রিদি)

প্রধান প্রশিক্ষক

মাহমুদুল ইসলাম (আফ্রিদি) একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী। গত তিন বছর ধরে বাংলাদেশের বিভিন্ন রোবোটিক্স প্রতিযোগিতায় সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। এছাড়াও শিশু-কিশোরদের রোবটিক্স শিক্ষায় উৎসাহী করতে ৫ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে এ মেন্টর হিসেবে এবং World Robot Olympiad Bangladesh এ একজন অর্গানাইজার হিসেবে কাজ করছেন। এছাড়াও বাংলাদেশ ফ্লাইং ল্যাবসের বিভিন্ন এক্টিভেশন প্রোগ্রামেও সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন। বর্তমানে তিনি ভার্চুয়াল রোবটিক্স টুলকিট এ প্রধান ট্রেইনার হিসেবে নিযুক্ত আছেন।

আবু নকিব কামরান

আবু নকিব কামরান

আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার

আবু নকিব কামরান তিনি তার বিএসসি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন এবং তিনি রোবোটিক্সে মেজর করেন।তিনি ভার্চুয়াল রোবটিক্স টুলকিট বাংলাদেশ এর  সাথে এখন আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত আছেন। এছাড়াও তিনি FronTech Limited এও আইটি ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত আছেন।