ভার্চুয়াল রোবটিক্স টুলকিট সিমুলেশান

সফটওয়্যার এর ফিচার সমূহ

রোবট তৈরি করো

রোবট তৈরি করো

LDraw™ সফটওয়্যার এর মাধ্যমে তোমার তৈরি করা সফটওয়্যার টিকে জীবন দাও!

“ভার্চুয়াল রোবটিক্স টুলকিট” এর মাধ্যমে তুমি একাধিক ফ্রি/ বিনামূল্যের ৩-ডি মডেলিং সফটওয়্যার এর তৈরিকৃত মডেল/ কিট ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবে। LEGO® Digital Designer™ অথবা  MLCAD, অথবা  LDCad- যেকোন সফটওয়্যার এ তৈরি করা তুমি তোমার মডেল / রোবটিক্স পার্টস টিকে তুমি এই সিমেলশান টুলে নিয়ে আসতে পারবে সহজেই। চোখের পলকেই তুমি তোমার নজস্ব তৈরি করা পার্টস দিয়ে রোবট তৈরি করে এর বিভিন্ন দিক দেখতে পারবে- যা বিজ্ঞান তথা পদার্থবিজ্ঞানের নিয়ম, সূত্র মেনে চলে এবং সেই অনুযায়ি-ই রোবট টি পারফর্ম করবে।

প্রোগ্রামিং করো

প্রোগ্রামিং করো

তারপর তুমি লেগো মাইন্ডস্টর্ম ইভি-৩ এর প্রোগ্রামিং এনভায়রনমেন্ট ব্যবহার করে তোমার কোডটি লিখো এবং প্রোগ্রামিং করো তোমার রোবট কে -ঠিক যেভাবে তুমি করতে তোমার বাস্তব রোবট কে। তুমি যদি মাইন্ডস্টোর্মের প্রোগ্রামিং এনভায়রেনমেন্ট এর সাথে ইতোমধ্যেই পরিচিত হয়ে থাকো- তাহলে তুমি সহজেই এই সিমুলেশান সফটওয়্যার এ প্রোগ্রামিং কোডটি তৈরি করে ব্যবহারত করতে পারবে। 

আর তুমি যদি আগে থেকে মাইন্ডস্টোর্মের Drag & Drop প্রোগ্রাইং এর সাথে পরিচিত না থাকো- চিন্তার বিন্দুমাত্র কারণ নেই! আমাদের বাংলায় অসংখ্য টিউটোরিয়াল আছে- যা দেখে তুমি নিজেই নিজেই শিখে নিতে পারবে আর হয়ে উঠবে মাইন্ডস্টোর্ম প্রোগ্রামিং এর বস! 

সিমুলেট করে দেখো তোমার রোবটটিকে!

সিমুলেট করে দেখো তোমার রোবটটিকে!

“ভার্চুয়াল রোবটিক্স টুলকিট” এর এডভান্সড সিমুলেশান ইঞ্জিন- বাস্তব এবং পদার্থবিজ্ঞানের তত্ত্বের সাথে মিল রেখে রোবট কে সিমুলেট করে অথবা চালিয়ে দেখায়। ব্যাপার টা এমন- যদি তুমি এমন একটা রোবট বানা যেটা বাস্তবে জোরে চলতে গেলে সোজা রাস্তায়  উল্টে যাবে- তাহলে এই সিমুলেশান টুলে-ও ঠিক একইরকম ব্যাপার ঘটবে। বাস্তবে গতিবিদ্যার বিভিন্ন তত্ত্ব কিভাবে রোবটের উপর কাজ করবে, রোবট চলাচলের ম্যাট/ ক্ষেত্রে রোবটের চাকার ঘর্ষণ আসলে ঠিকভাবে কাজ করবে কিনা কিংবা একটি ভরবেগ শূন্য ক্ষেত্রে (যেমন মহাশূন্যে) তোমার বানানো রোবট টি আসলে কেমন আচরণ করবে- তা তুমি এই সিমুলেশান সফটওয়্যার এ এক্সপেরিমেন্ট করে দেখতে পারবে।

বিশ্লেষণ করো তোমার রোবট কে

বিশ্লেষণ করো তোমার রোবট কে

তোমার রোবট কি দেখে, কি শুনে- এই বিষয়গুলা তুমি খুব সহজেই এই সিমুলেশান টুলের মাধ্যমে দেখে নিতে পারবে এবং তার উপর ভিত্তি করে তোমার সেন্সর সিলেকশান ঠিক করে নিতে পারবে। “ভার্চুয়াল রোবটিক্স টুলকিট”- এ তুমি নিম্নোক্ত সেন্সরগুলা সিমুলেট করে দেখতে পারোঃ

  • MINDSTORMS EV3 – Ultrasonic sensor

  • MINDSTORMS EV3 – Color sensor

  • MINDSTORMS EV3 – Touch sensor

  • MINDSTORMS EV3 – IR sensor

  • MINDSTORMS EV3 – Touch sensor

  • EV3 Gyro Sensor

  • HiTechnic – Infrared sensor

  • HiTechnic – Compass sensor