Cogmation Robotics একটি কানাডাভিত্তিক কোম্পানি -যারা সিমুলেশন সফ্টওয়্যার তৈরি এবং বিকাশ এ কাজ করে যা ব্যবহারকারীদের সহায়তা করে রোবোটিক্স সিস্টেম ডিজাইন ও নিয়ন্ত্রণ করা শিখতে। “ভার্চুয়াল রোবটিক্স টুলকিট” সফটওয়্যার টি কগম্যাশন সফটওয়্যার এর তৈরি করা একটি ইন্টেলেকচুয়াল প্রোপার্টি -যেটি STEM (সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ) শিক্ষার্থীদের তাদের রোবোটিক্স নিয়ে পড়াশোনা কে বাস্তবে রূপ দিতে এবং হাতে কলমে শিখতে সহায়তা করে।
পাইলটরা প্রকৃত ফ্লাইট নেওয়ার আগে ফ্লাইট সিমুলেটর ব্যবহার করে তেমনি ভার্চুয়াল রোবটিক্স টুলকিট ব্যবহার করে একজন শিক্ষার্থী তার রোবটিক্স এর জ্ঞান কাজে লাগিয়ে বাস্তবে LEGO Mindstorm EV3 ব্যবহারের আগে সিমুলেশান সফটওয়্যারে রোবট বানিয়ে এবং প্রোগ্রামিং করে তার দক্ষতা ঝালিয়ে নিতে পারে।
বাংলাদেশে FronTech Limited ২০২২ সালের ডিসেম্বারে কগম্যাশন রোবটিক্সের এক্সক্লুসিভ পার্টনার হয় বাংলাদেশ পার্টের জন্য।