ভার্চুয়াল রোবটিক্স টুলকিট সিমুলেশান
সফটওয়্যার এর ফিচার সমূহ
রোবট তৈরি করো
LDraw™ সফটওয়্যার এর মাধ্যমে তোমার তৈরি করা সফটওয়্যার টিকে জীবন দাও!
“ভার্চুয়াল রোবটিক্স টুলকিট” এর মাধ্যমে তুমি একাধিক ফ্রি/ বিনামূল্যের ৩-ডি মডেলিং সফটওয়্যার এর তৈরিকৃত মডেল/ কিট ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবে। LEGO® Digital Designer™ অথবা MLCAD, অথবা LDCad- যেকোন সফটওয়্যার এ তৈরি করা তুমি তোমার মডেল / রোবটিক্স পার্টস টিকে তুমি এই সিমেলশান টুলে নিয়ে আসতে পারবে সহজেই। চোখের পলকেই তুমি তোমার নজস্ব তৈরি করা পার্টস দিয়ে রোবট তৈরি করে এর বিভিন্ন দিক দেখতে পারবে- যা বিজ্ঞান তথা পদার্থবিজ্ঞানের নিয়ম, সূত্র মেনে চলে এবং সেই অনুযায়ি-ই রোবট টি পারফর্ম করবে।
প্রোগ্রামিং করো
তারপর তুমি লেগো মাইন্ডস্টর্ম ইভি-৩ এর প্রোগ্রামিং এনভায়রনমেন্ট ব্যবহার করে তোমার কোডটি লিখো এবং প্রোগ্রামিং করো তোমার রোবট কে -ঠিক যেভাবে তুমি করতে তোমার বাস্তব রোবট কে। তুমি যদি মাইন্ডস্টোর্মের প্রোগ্রামিং এনভায়রেনমেন্ট এর সাথে ইতোমধ্যেই পরিচিত হয়ে থাকো- তাহলে তুমি সহজেই এই সিমুলেশান সফটওয়্যার এ প্রোগ্রামিং কোডটি তৈরি করে ব্যবহারত করতে পারবে।
আর তুমি যদি আগে থেকে মাইন্ডস্টোর্মের Drag & Drop প্রোগ্রাইং এর সাথে পরিচিত না থাকো- চিন্তার বিন্দুমাত্র কারণ নেই! আমাদের বাংলায় অসংখ্য টিউটোরিয়াল আছে- যা দেখে তুমি নিজেই নিজেই শিখে নিতে পারবে আর হয়ে উঠবে মাইন্ডস্টোর্ম প্রোগ্রামিং এর বস!
সিমুলেট করে দেখো তোমার রোবটটিকে!
“ভার্চুয়াল রোবটিক্স টুলকিট” এর এডভান্সড সিমুলেশান ইঞ্জিন- বাস্তব এবং পদার্থবিজ্ঞানের তত্ত্বের সাথে মিল রেখে রোবট কে সিমুলেট করে অথবা চালিয়ে দেখায়। ব্যাপার টা এমন- যদি তুমি এমন একটা রোবট বানা যেটা বাস্তবে জোরে চলতে গেলে সোজা রাস্তায় উল্টে যাবে- তাহলে এই সিমুলেশান টুলে-ও ঠিক একইরকম ব্যাপার ঘটবে। বাস্তবে গতিবিদ্যার বিভিন্ন তত্ত্ব কিভাবে রোবটের উপর কাজ করবে, রোবট চলাচলের ম্যাট/ ক্ষেত্রে রোবটের চাকার ঘর্ষণ আসলে ঠিকভাবে কাজ করবে কিনা কিংবা একটি ভরবেগ শূন্য ক্ষেত্রে (যেমন মহাশূন্যে) তোমার বানানো রোবট টি আসলে কেমন আচরণ করবে- তা তুমি এই সিমুলেশান সফটওয়্যার এ এক্সপেরিমেন্ট করে দেখতে পারবে।
বিশ্লেষণ করো তোমার রোবট কে
তোমার রোবট কি দেখে, কি শুনে- এই বিষয়গুলা তুমি খুব সহজেই এই সিমুলেশান টুলের মাধ্যমে দেখে নিতে পারবে এবং তার উপর ভিত্তি করে তোমার সেন্সর সিলেকশান ঠিক করে নিতে পারবে। “ভার্চুয়াল রোবটিক্স টুলকিট”- এ তুমি নিম্নোক্ত সেন্সরগুলা সিমুলেট করে দেখতে পারোঃ
-
MINDSTORMS EV3 – Ultrasonic sensor
-
MINDSTORMS EV3 – Color sensor
-
MINDSTORMS EV3 – Touch sensor
-
MINDSTORMS EV3 – IR sensor
-
MINDSTORMS EV3 – Touch sensor
-
EV3 Gyro Sensor
-
HiTechnic – Infrared sensor
-
HiTechnic – Compass sensor