ভার্চুয়াল রোবটিক্স টুলকিট (ভি আর টি)-
ব্যবহারের সুবিধাসমূহ
সিমুলেশান করো এবং সাথে সাথে শিখো
রোবটিক্স -প্রোগ্রামিং শেখার জন্যে এক দারুণ মাধ্যম। শুধু তাই না, STEAM (Science, Technology, Engineering, Arts & Maths) শেখার জন্যেও এক শক্তিশালী টুলস হচ্ছে রোবটিক্স। সিমুলেশান এমন একটি টুলস/মাধ্যম -যেখানে পদার্থবিজ্ঞান এর বেসিক তত্ত্ব গুলো -যেমন মনে কর- শক্তি এবং গতি বাস্তবে কিভাবে কাজ করে – তা সফটওয়্যার এর মাধ্যমে বোঝা যায়।
‘ভার্চুয়াল রোবটিক্স টুলকিট” তোমাকে দেয় Programming এবং STEAM শেখার এক শক্তিশালী প্লাটফর্ম যেখানে তুমি নিজেকে একজন প্রকৃত রোবট আবিষ্কারক এর মতো তৈরি করে নিতে হিসেবে।
না থাকবে বাঁশ, না নাজবে বাঁশি !
যেহেতু এখানে তুমি রোবট তৈরি করবে সফটওয়্যার এ – কোন হাতে ধরার/ বাস্তব রোবট নাই- পুরোটাই ভার্চুয়াল- তাই এইখানে সব রোবট সবসময় থাকবে তোমার কাছে- রোবটের কোন পার্টস হারানোর ভয় নেই, নেই রোবট ভেঙ্গে যাওয়ার ভয়!
এই টুলকিট এর সাহায্যে তুমি ভার্চুয়ালি ঠিক সেই রোবট টি-ই তৈরি করবে, প্রোগ্রাম করবে- যেমন টা তোমার হাতে একটি বাস্তব লেগো মাইন্ডস্টোর্ম ইভি-৩ থাকলে করতে। শুধু তাই না- তুমি এই টুলকিট এ রোবট বানিয়ে যেই প্রোগ্রাম টি লিখবে- তুমি সেই একই প্রোগ্রাম বাস্তবে যেকোন লেগো মাইন্ডস্টোর্ম এ ব্যবহার করে ঠিক একই ফলাফল পাবে!
দ্রুতময় প্রতিযোগী
“ভার্চুয়াল রোবটিক্স টুলকিট” ব্যবহারকারী খুব দ্রুতই নিজের কল্পনায় থাকা রোবট কে বাস্তবে ফুটিয়ে তুলতে পারে এবং প্রোটোটাইপ তৈরি করতে পারে। শুধু টুলকিট টী ওপেন কর এবং শুরু করে দাও নিজের রোবট বানানো এবং প্রোগ্রামিং করা !
কেন তুমি অপেক্ষা করবে লেগো কিট হাতে পাওয়া পর্যন্ত? অথবা তোমার বন্ধুর জন্য যার হয়তো একটি লেগো কিট আছে এবং তা নিয়ে তুমি রোবট বানাবে? LEGO® Digital Designer™- এর মত বিভিন্ন অনলাইন ক্যাড টুলস এর সাইট থেকে কাস্টম রোবট এর পার্টস নিয়ে তুমি এই সফটওয়্যারে নিমিষেই তৈরি করতে পারো তোমার স্বপ্নের রোবট! এবং তাতে দিতে পারো প্রোগ্রামিং এর মাধ্যমে প্রাণ !