ভার্চুয়াল রোবটিক্স টুলকিট (ভি আর টি)- 

ব্যবহারের সুবিধাসমূহ 

সিমুলেশান করো এবং সাথে সাথে শিখো

সিমুলেশান করো এবং সাথে সাথে শিখো

রোবটিক্স -প্রোগ্রামিং শেখার জন্যে এক দারুণ মাধ্যম। শুধু তাই না, STEAM (Science, Technology, Engineering, Arts & Maths) শেখার জন্যেও এক শক্তিশালী টুলস হচ্ছে রোবটিক্স। সিমুলেশান এমন একটি টুলস/মাধ্যম -যেখানে পদার্থবিজ্ঞান এর বেসিক তত্ত্ব গুলো -যেমন মনে কর-  শক্তি এবং গতি বাস্তবে কিভাবে কাজ করে – তা সফটওয়্যার এর মাধ্যমে বোঝা যায়। 

‘ভার্চুয়াল রোবটিক্স টুলকিট” তোমাকে দেয় Programming এবং STEAM শেখার এক শক্তিশালী প্লাটফর্ম যেখানে তুমি নিজেকে একজন প্রকৃত রোবট আবিষ্কারক এর মতো তৈরি করে নিতে হিসেবে। 

 

না থাকবে বাঁশ,              না নাজবে বাঁশি !

না থাকবে বাঁশ, না নাজবে বাঁশি !

যেহেতু এখানে তুমি রোবট তৈরি করবে সফটওয়্যার এ – কোন হাতে ধরার/  বাস্তব রোবট নাই- পুরোটাই ভার্চুয়াল- তাই এইখানে সব রোবট সবসময় থাকবে তোমার কাছে- রোবটের কোন পার্টস হারানোর ভয় নেই, নেই রোবট ভেঙ্গে যাওয়ার ভয়!

এই টুলকিট এর সাহায্যে তুমি ভার্চুয়ালি ঠিক সেই রোবট টি-ই তৈরি করবে, প্রোগ্রাম করবে- যেমন টা তোমার হাতে একটি বাস্তব লেগো মাইন্ডস্টোর্ম ইভি-৩ থাকলে করতে। শুধু তাই না- তুমি এই টুলকিট এ রোবট বানিয়ে যেই প্রোগ্রাম টি লিখবে- তুমি সেই একই  প্রোগ্রাম বাস্তবে যেকোন লেগো মাইন্ডস্টোর্ম এ ব্যবহার করে ঠিক একই ফলাফল পাবে!

দ্রুতময় প্রতিযোগী

দ্রুতময় প্রতিযোগী

“ভার্চুয়াল রোবটিক্স টুলকিট” ব্যবহারকারী খুব দ্রুতই নিজের কল্পনায় থাকা রোবট কে বাস্তবে ফুটিয়ে তুলতে পারে এবং প্রোটোটাইপ তৈরি করতে পারে। শুধু টুলকিট টী ওপেন কর এবং শুরু করে দাও নিজের রোবট বানানো এবং প্রোগ্রামিং করা !

কেন তুমি অপেক্ষা করবে লেগো কিট হাতে পাওয়া পর্যন্ত? অথবা তোমার বন্ধুর জন্য যার হয়তো একটি লেগো কিট আছে এবং তা নিয়ে তুমি রোবট বানাবে? LEGO® Digital Designer™- এর মত বিভিন্ন অনলাইন ক্যাড টুলস এর সাইট থেকে কাস্টম রোবট এর পার্টস নিয়ে তুমি এই সফটওয়্যারে নিমিষেই তৈরি করতে পারো তোমার স্বপ্নের রোবট! এবং তাতে দিতে পারো প্রোগ্রামিং এর মাধ্যমে প্রাণ !

 বাড়িয়ে তোল তোমার কল্পনার শক্তি, রূপ দাও তোমার সৃজনশীলতার

বাড়িয়ে তোল তোমার কল্পনার শক্তি, রূপ দাও তোমার সৃজনশীলতার

Simulation can provide a much greater variety of challenges and environments.

তোমার সৃজনশীলতাকে নিয়ে যাও বাস্তব কাগজের খেলনা বা ঘর থেকে বহু দূরে। “ভার্চুয়াল রোবটিক্স টুলকিট” এ তুমি লগইন করার সাথে সাথেই পাবে পূর্বেই তোমার জন্য তৈরি করে রাখা একাধিক প্রতিযোগিতার ভার্চুয়াল ম্যাট/ খেলার মাঠ- যেখানে তুমি যাচাই করে নিতে পারবে তোমার দক্ষতা। এমনকি সেখানে থাকা শতাধিক টুলস থেকে তুমি তোমার রোবট কে ইচ্ছামতো দক্ষ করে তৈরি করে নিতে পারো, বানাতে পারো এমন রোবট যা হয়তো বাস্তবে তৈরি করতে তোমাকে করতে হতো প্রচুর খরচ, নষ্ট হতো বেশকিছু মূল্যবান সময়। 

তুমি কি জানো বাস্তবে মহাশূন্যে একটা রোবট কিভাবে চলে বা কিরকম আচরণ করে? না জেনে থাকলে- এখন তুমি তা জানতে পারবে- এই টূলকিট ব্যবহারের মাধ্যমে । পদার্থবিজ্ঞানের নানা থিওরি/ তত্ত্বীয় জ্ঞান এর বাস্তব রূপ তুমি নিজেই পরখ করে নিতে পারবে এই মজার টুলস এ!

সাশ্রয় কর রোবট তৈরির মূল্যবান সময়

সাশ্রয় কর রোবট তৈরির মূল্যবান সময়

You never lose bricks, and it’s always easy to find pieces.

** Bricks/ব্রিক্স: তোমরা যারা লেগো দেখেছো বা রোবট বানিয়েছো – তারা যে লাল-নীল-হলুদ এবং আরও  নানা রঙয়ের ছোট- ছোট অংশ জোড়া দিয়ে রোবট বানিয়েছ- তাকেই লেগো কিট- এর ভাষায় ‘ব্রিক্স’ বলে। 

ভার্চুয়াল এই কিট-এর ডিজিটাল মাধ্যমে তুমি মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন কিট-এর  বিভিন্ন ব্রিক্স এর সংযোজন ঘটিয়ে তোমার পছন্দের রোবট টি তৈরি করতে পারো। এবং কয়েক মিনিটের মধ্যেই সেই রোবট কে দিয়ে তুমি নিজের ইচ্ছামতো যেকোন কাজ করাতে পারো এই সিমুলেটরে, দিতে পারো যেকোন নির্দেশনা। 

এখানে তোমার একমাত্র সীমাবদ্ধতা তোমার কল্পনা! Sky is the Limit !

একবার বানাও, সারাজীবন রেখে দাও

একবার বানাও, সারাজীবন রেখে দাও

(একবার তৈরি কর, আজীবনের জন্য সেই রোবট তোমার থেকে যাবে)

বাস্তবে কোন   নতুন রোবট বানাতে পুরাতন রোবটের পার্টস যেমন খুলে আনতে হয়- সিমুলেশান  এ সেই ঝামেলাই নেই! 

“ভার্চুয়াল রোবটিক্স টুলকিট”- তুমি একবার কোন রোবট বানালে -সেই রোবট কে ঠিক সেভাবেই সারাজীবনের জন্য তোমার কম্পিউটারে রেখে দেয়ার  নিশ্চয়তা দেয়। এক-দুই বছর পরেও যদি তুমি সেই বছরখানেক আগে তৈরি করা রোবট টী চালাতে চাও- তা চলবে ঠিক আগের মতোই। 

তোমার রোবট কে তুলে ধরো বিশ্বের সামনে

তোমার রোবট কে তুলে ধরো বিশ্বের সামনে

(তোমার বানানো রোবট দেখাও বিশ্বের যেকোন স্থানে, তোমার যেকোন বন্ধুকে )

এটা তো তোমরা জানো, একটা রোবট কে হাতে ধরে নিয়ে কারো সামনে তুলে ধরার থেকে সিমুলেশানের সাহায্যে ভার্চুয়ালি নিমিষেই বিশ্বের যেকোন  স্থানে কারো সামনে তুলে ধরা অনেক সোজা, তাই না? “ভার্চুয়াল রোবটিক্স টুলকিট”- এর মাধ্যমে তুমি তোমার বন্ধুর / রোবটিক্স টিমের সাথে সেকেন্ডের ব্যবধানে তোমার বানানো রোবট এবং প্রোগ্রামিং কোড শেয়ার করতে পারো। বিশ্বের যেকোন প্রান্ত থেকে তোমার টিম মেম্বার রা একই রোবট এ কাজ করতে পারে, প্রোগ্রামিং করতে পারে- মনে হবে যেন তোমরা পাশে বসেই কাজ করছো তোমাদের স্বপ্নের রোবট নিয়ে। 

সাশ্রয়ী এবং আপোষবিহীন গুনগত মান

সাশ্রয়ী এবং আপোষবিহীন গুনগত মান

(রোবটিক্সের দুনিয়ায় পথচলায় এক সহজ এবং সাশ্রয়ী মাধ্যম )

তুমি যদি হও রোবটিক্সের দুনিয়ায় নতুন, এই সিমুলেশান টুলকিট হতে পারে তোমার অক্রিত্তিম বন্ধু, হতে পারে বাস্তবিক রোবট হাতে ধরে কাজ শুরুর আগেই -কৌশল, প্রোগ্রামিং, এবং ইঞ্জিনিয়ারিং শেখার একটি সাশ্রয়ী মাধ্যম.আপনি যদি ইতিমধ্যে একজন অভিজ্ঞ রোবোটিক্স পরামর্শদাতা/ শিক্ষক /মেন্টোর হয়ে থাকেন, তাহলে “ভার্চুয়াল রোবোটিক্স টুলকিট” আপনার পুরো মেন্টরিং দলের ক্ষমতা বাড়ানোর এক অনন্য ভাল মাধ্যম /উপকরণ। সিমুলেশান আপনাকে রোবটিক্স নিয়ে কাজ করার স্বাধীনতা দেয়- যদিও বা রোবট টি আপনার হাতের কাছে না থাকে- এমনকি একটা রোবটিক্স টিমের মেম্বার/ সদস্য রা এমনকি তাদের ঘরে বসেও একই সময়ে, একই রোবটে কাজ করতে পারে- কোনরূপ বিরতি বা ঝামেলা ছাড়াই ।